জামালপুরের মাদারগঞ্জের ৩নং গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ও তার সহোদর ভাই ইসমাইলের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা,লুটপাট, মারধোর ও প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার (১৯ মে) দুপুরে গুনারিতলা পশ্চিম পাড়া মসজিম মোড় মানববন্ধন ও বিক্ষোভ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখনে, ভুক্তভোগী বাদল প্রামানিক, চামেলী বেগম, মুক্তা বেগম ও হাফেজ রাসেল মিয়া।
ভুক্তভোগী বাদল প্রামানিক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত আমরা আমাদের পৈতৃক ২০ শতাংশ সম্পত্তিতে বসবাস করে আসছি। গত শুক্রবার স্থানীয় ভূমিদস্যু বিএনপি নেতা সাইফুল ও ইসমাইল এর নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভোর রাতে এসে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। আধাপাকা দুটি ঘর, রান্না ঘর ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় ভূমিদস্যুরা। এরপর মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়।
ভুক্তভোগী চামেলী বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরী করে বাড়ি করেছিলাম৷ ভোররাতে আমাদের উপর শারীরিক নির্যাতন করেছে। আমার সব নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা। আমরা ঝড়বৃষ্টির দিনে সন্তানসহ খোলা আকাশের নিচে দিনাতিপাত করছি৷
এসময় ভুক্তভোগী এলাকাবাসীরা গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ও তার সহোদর ভাই ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
অভিযোগের বিষয়ে গুনারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা তা সঠিক না। তার নিজের জমিতে নিজের বসতবাড়িতেই তিনি ঢোকেছেন বলে দাবি করেন।
এফপি/রাজ