যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ইহুদি জাদুঘরের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ মে) বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর চারজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, এক ব্যক্তি গুলি চালিয়েছে। এতে এক নারী ও পুরুষ গুলিবিদ্ধ হয়। গুলি চালানো ব্যক্তি 'ফ্রি ফিলিস্তিন' বলে চিৎকার করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এই হামলাকে 'ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদের নিকৃষ্ট ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ড্যানি ড্যানন বলেছেন, জাদুঘরে যখন একটি অনুষ্ঠানে আয়োজন চলছিল তখন এই গোলাগুলির ঘটনা ঘটল। ইহুদি সম্প্রদায়ের ক্ষতিসাধন মানে রেডলাইন অতিক্রম করছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্দি এক্সে বলেছেন, তিনি ঘটনাস্থলে। হতাহতের প্রতি তিনি প্রার্থনা কামনা করেছেন। এ ছাড়া মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।
সাংবাদিকরা জানিয়েছেন, গোলাগুলির সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মকর্তা ওই জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।
এফপি/এমআই