Dhaka, Thursday | 31 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 31 July 2025 | English
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫ অনুষ্ঠিত
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
শিরোনাম:

বহিরাগতদের দিয়ে অফিস করাচ্ছেন পিআইও, দাপ্তরিক কাজ ও প্রকল্পে দু’বিশেষ সহকারী

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:৫৯ পিএম  (ভিজিটর : ৩৮)

সরকারি কর্মচারী না হয়েও কুড়িগ্রামের চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে প্রায় ২ মাস ধরে নিয়মিত কাজ করছেন দুই ব্যক্তি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান গত বছরের ডিসেম্বর যোগদান করেই নিজ ক্ষমতাবলে ওই দুই ব্যক্তিকে চিলমারীতে নিয়ে আসেন। এরপর থেকেই তাদের দিয়েই অফিসের দাপ্তরিক কাজ এমনকি প্রকল্পের দেখাশুনা করাছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার বিশেষ সহকারী হিসেবে পরিচিত ওই দুই ব্যক্তি হচ্ছেন কুষ্টিয়া জেলার শাওন ইসলাম ও বগুড়া জেলার শাকিল আহম্মেদ রকি।

নাম প্রকাশ না করার শর্তে পিআইও অফিসের এক কর্মচারী বলেন, ‘ওই দুই ব্যক্তির দাপটে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন অফিসের কর্মচারীরা। কেউ কোনো কিছু বলতে গেলেই তাকে অন্যত্র বদলির হুমকি দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তাই ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।’

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কাজের গতি আনতেই ওই দুজনকে অন্যত্র থেকে এনে অফিসের কাজ করাচ্ছেন। অফিস থেকে তাদের কোন বেতন দেয়া হয় না।’

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কাজে আসা অনেক সেবাপ্রার্থী বহিরাগত ওই দু’জনের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে তুলেছেন অসাধাচরণের অভিযোগ।

অষ্টমীর চর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমার চাকুরি জীবনে এমন পিআইও দেখিনি, যিনি বাইরে থেকে লোক নিয়ে এসে অফিস করান। বহিরাগত ওই দু’জনের ব্যবহার নবাবজাদার মতো, সেবাপ্রার্থীদের মানুষ মনে করেন না।’

ছোট কুষ্টারি এলাকার আমির হোসেন বলেন, ‘প্রকল্পের কোন কাজে অফিস গেলেই তাদের কাছে আগে জবাবদিহি করতে হচ্ছে। কেন এসেছেন, কি জন্য এসেছেন, সাথে এতো লোকজন নিয়ে কেন এসেছেন, নানান প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। আগের পিআইও'দের সময়ে এভাবে জবাবদিহি করতে হয়নি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গেলে দেখা যায়, ওই দুই ব্যক্তির মধ্যে শাওন ইসলাম উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুজ্জামানের টেবিলে চেয়ার পেতে দাপ্তরিক কাজ করছেন। শাকিল আহম্মেদ রকি দাপ্তরিক কাজ করছেন, কার্যসহকারী নিজামুল ইসলামের টেবিলের চেয়ারে বসে। 
জানতে চাইলে শাকিল আহম্মেদ বলেন, ‘আমাকে পিআই স্যার নিয়ে এসেছেন। কোন নিয়োগ বা অনুমতিপত্র আমার কাছে নেই।’

জানাগেছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রহমান সিলেটের ওসমানীনগরে কর্মকালীন সময়ে ওই দুজন সেখানেও বিশেষ সহকারী হিসেবে অফিসের দাপ্তরিক কাজ ও প্রকল্পের দেখাশুনা করেছেন। এদের দু’জনার ভয়ে সেখানকার কর্মচারীরাও তটস্থ থাকতেন।

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ‘সরকারি কর্মচারী নীতিমালা অনুযায়ী ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতদের দিয়ে কাজ করে নেয়ার সুযোগ নেই। কেউ ত্রাণ শাখায় কাজ করে কিনা এমনটি আমার জানা নেই।’

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝