পাবনার আমিনপুরে র্যাবের যৌথ অভিযানে ৭৪ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মো. রাজু আহমেদ বাবু (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কাজি শরীফপুর গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে।
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে সিপিসি-২ পাবনা ও সিপিসি-১ কুষ্টিয়ার একটি দল আমিনপুর থানার চক আব্দুস শুকুর এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজুর বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
গ্রেপ্তারকৃত রাজুকে জব্দকৃত মূর্তিসহ আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর মো. ফারহান-উজ-জামান জানান, র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই মাদক, অস্ত্র, সন্ত্রাস ও প্রত্নসম্পদ চোরাচালানবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। তিনি দেশের প্রতিটি নাগরিককে র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এফপি/রাজ