বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমীন আবারও মঞ্চে ফিরছেন। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে তিনি এবার অংশ নিচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য়। অনুষ্ঠানটির শুটিং হবে ২৮ মে, বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে।
ঈদের দিন রাতে প্রচারিতব্য এই এক ঘণ্টার অনুষ্ঠানে থাকছে নাচ, স্কিট, ব্যান্ড মাইলসের পরিবেশনা এবং চলচ্চিত্র তারকা শাকিব খান, পূজা চেরি ও দিঘীর অংশগ্রহণ। উপস্থাপনায় থাকছেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ।
সাবিনা ইয়াসমীন দীর্ঘ এক বছর অসুস্থতার কারণে গান থেকে বিরত ছিলেন। গত জানুয়ারিতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর কিছুদিন বিশ্রামে থাকার পর, ১৭ মে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালে তিনি আবারও গান গেয়ে মঞ্চ মাতান। সেখানে তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
আয়োজক শহিদুল ইসলাম মিন্টু জানান, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন ছাড়াও অংশ নেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তানজিকা আমিনসহ আরও অনেক শিল্পী।
সাবিনা ইয়াসমীনের এই ফিরে আসা তার ভক্তদের জন্য এক আনন্দের সংবাদ। ঈদের রাতে বিটিভির ‘আনন্দমেলা’য় তার গান শোনার অপেক্ষায় রয়েছেন সবাই।
এফপি/রাজ