থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ রোববার সকালে (১৮ মে) তাঁকে বিমানবন্দর থেকে আটক করে তাঁকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়।
মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।