Dhaka, Friday | 16 May 2025
         
English Edition
   
Epaper | Friday | 16 May 2025 | English
জাতীয় নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রার্থী করার দাবি
অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে: ফরহাদ মজহার
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার
শিরোনাম:

কবরস্থান কমিটির জন্য হচ্ছে নির্বাচন, লড়ছেন বিএনপির ২ নেতা

প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:৫৫ পিএম  (ভিজিটর : ১১১)

কবরস্থানের সভাপতি নির্ধারণে হবে নির্বাচন। এতে লড়বেন বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও শ্রমিকদলের দুই নেতা। ভোট অনুষ্ঠানের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা। চলছে প্রচার-প্রচারণা।

বিএনপির দ্বন্দ্ব নিরসনে পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নে ‘জান্নাতুল বাকি’ নামের একটি কবরস্থান কমিটির সভাপতির পদের জন্য সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি।

আগামী শনিবার (২৪ মে) বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) এ তিন গ্রামের মানুষের ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। প্রচার-প্রচারণাও তুঙ্গে। পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে এলাকা। এই উপজেলার মুলগ্রাম ইউনিয়নে ‘জান্নাতুল বাকি’ কবরস্থান কমিটির সভাপতি পদে ভোট হতে চলেছে। ইউনিয়নের তিনটি গ্রাম বালুদিয়ার, মহরমখালী ও জগতলার (আংশিক) প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৮শ' জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য কবরস্থান কমিটির 'সভাপতি' নির্বাচন করবেন।

আগামী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ্ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো.আব্দুল মতিন মাস্টার জানান, জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি গঠনে 'সভাপতি' পদ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ পরিস্থিতিতে স্থানীয়রা সংশ্লিষ্ট থানার ওসির দ্বারস্থ হন। শান্তিপূর্ণভাবে সভাপতি বাছাইয়ের জন্য তিনিই মূলত নির্বাচনের পরামর্শ দেন। এরপর মো.আব্দুল মতিন মাস্টারকে নির্বাচন কমিশন প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনী তফশিল ঘোষণা করলে সভাপতি পদে ৩০ হাজার টাকা জমা দিয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র কিনে নেন এবং দাখিল করেন। বাছাই শেষে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচনের প্রার্থীরা হলেন—চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম (চেয়ার) এবং মূলগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল কুদ্দুস (ছাতা)। মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচন পরিচালনা করা হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বিরোধ না হয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্যই এই নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝