বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে আরও ২,৬৯২ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ নিয়ে মোট ৪৭,৪২০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২,৮৩৭ জন রয়েছেন।
হজযাত্রীদের পরিবহনে মোট ১১৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩,৪৭৯ জন, সৌদি এয়ারলাইন্স ১৫,৬৭৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮,২৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ পালন করবেন। এ পর্যন্ত ৮৬,২১৩টি ভিসা ইস্যু করা হয়েছে, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার ভিসা শতভাগ এবং বেসরকারি ব্যবস্থাপনার ভিসা ৯৯% সম্পন্ন হয়েছে।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন: রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুরের হাফেজ উদ্দিন, নীলফামারির বয়েজ উদ্দিন এবং চট্টগ্রামের সন্দ্বীপের অহিদুর রহমান।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। হজ ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম ৫ জুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
বাংলাদেশ সরকার হজযাত্রীদের সহায়তায় নতুন একটি অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা, আবাসন তথ্য, আবহাওয়া আপডেট এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
সৌদি আরবের হজ ব্যবস্থাপনায় ‘মক্কা রুট’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশসহ কয়েকটি দেশের হজযাত্রীদের আগমনের প্রক্রিয়া সহজতর করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যাত্রার আগেই স্বাস্থ্য পরীক্ষা ও পাসপোর্ট চেক সম্পন্ন করা হয়, যা সৌদি আরবে পৌঁছে সময় বাঁচায় এবং চাপ কমায়।
হজ ২০২৫-এ অংশ নিতে সৌদি আরবে ইতিমধ্যে ২,২০,০০০-এর বেশি হজযাত্রী পৌঁছেছেন, যার মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের হজযাত্রীরা উল্লেখযোগ্য সংখ্যক।
বাংলাদেশ থেকে হজযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এফপি/রাজ