মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (১৪ মে) একটি ট্রেলার-ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। খবর এএফপির।
পিউবলা রাজ্য সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৮ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকান গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পিউবলার দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সঙ্গে সংযোগকারী মহাসড়কের পাশে দুর্ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।
সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানো, চালকদের ক্লান্তি এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। মালবাহী ট্রাকের কারণে অনেক দুর্ঘটনা ঘটে, যা দেশের ব্যস্ত মহাসড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছিলেন। এছাড়াও, গত মার্চ মাসে একই দিনে দুটি পৃথক বাস দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
এফপি/এমআই