Dhaka, Thursday | 15 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 15 May 2025 | English
চবির সমাবর্তনে ড. ইউনূসকে ডি.লিট ডিগ্রি প্রদান
৬ কোটিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
শিরোনাম:

দুলাভাইয়ের দাপটে হাসপাতালে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন শ্যালক

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ৫:৪৮ পিএম  (ভিজিটর : ৪৫)

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে মাসের পর মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকের কথিত শ্যালকের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, রাজিব চন্দ্র সূত্রধর নামের ওই সিনিয়র ষ্টাফ নার্স দীর্ঘদিন হাসপাতালের ডিউটিতে অনুপস্থিত থাকলেও হাসপাতাটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. হেলিস রঞ্জন সরকারের (দুলাভাই) দাপটে নিয়মিতভাবে বেতন ভাতা উত্তোলন করছেন।

প্রতিবেদকের হাতে থাকা হাজিরা রেজিস্টারের বেশ কিছু পাতা আর সরেজমিন অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট নার্সের নামের পাশে বিগত কয়েক মাসের একাধিক তারিখে অনুপস্থিত লেখা রয়েছে। ওই সময়ের জন্যও তার বেতন অনুমোদিত হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

নাম না প্রকাশের শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, হাজিরা খাতায় রাজিবের নামের পাশে কয়েক মাসের অনুপস্থিত লেখা রয়েছে। কিন্তু সে ঠিকই বেতন তুলছে। এটা প্রশাসনিক অনিয়ম আর দুর্নীতি আর স্বজনপ্রীতি ছাড়া কিছুই নয়। তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালটিতে পরিচালক ও সেবা তত্ত্বাবধায়ক সিন্ডিকেট করে অনিয়ম আর হয়রানিমূলক ডিউটি দিচ্ছে। যা অনৈতিকতার চর্চা ও একধরণের সুদূর মগ্নতার স্টিমরোলার।

প্রতিবেদকের কাছে থাকা হাজিরা রেজিস্টার কপির ২৪ সনের নভেম্বর এবং ডিসেম্বর মাস ও ২৫ সনের মার্চ মাসের পাতায় অনুপস্থিত স্পষ্টভাবে লেখা রয়েছে। এছাড়াও রেজিস্টারে ২৪ সনের নভেম্বর মাসের পাতায় হাসপাতালের  এনএসজি রোজিনা স্বাক্ষরিত একটি সংক্ষিপ্তপত্র সংযুক্ত রয়েছে যাতে লিখা রয়েছে, প্রতি রাজিব চন্দ্র সূত্রধর, অনুমতি ছাড়া ১৪ তারিখ হতে ২৮ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় সিগনেচার করবেন না মর্মে একটি টুকেনে সতর্ক সংযুক্তি রয়েছে। যা প্রতিয়মান হয় যে রাজিব চন্দ্র সুত্রধর উপরুক্ত দিনগুলোতে বৈধভাবে কিংবা ছুটি নিয়ে অনুপস্থিত ছিলেন না। একটি সুত্র নিশ্চিত করেছে এভাবেই চলছিল তাঁর অনুপস্থিতি উপস্থিতি।

এই ঘটনায় হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আঁখি রানী বণিক এর বিরুদ্ধে সহযোগিতার বিস্তর অভিযোগ উঠেছে। সরেজমিন অনুসন্ধান গিয়ে মৌখিকভাবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নার্সের দাবি, এই ধরনের বেতন ছাড় একা ও প্রশাসনিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

এছাড়াও রাজিব চন্দ্র সুত্রধরের বিরুদ্ধে রয়েছে ফ্যাসিষ্ট সরকারের সময়ে ব্যাপক অনৈতিক বলপ্রয়োগ ও ভিন্ন মতামতের চাকুরীজিবীদের হয়রানির অভিযোগ রয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার (১০ মে) সরেজমিনে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে গেলে সেখানে রাজিব চন্দ্র সূত্রধরকে পাওয়া যায়নি। হাজিরা রেজিস্টার খাতায় দেখা যায়, তিনি ৯-১০ মে সহ গত দুই দিন অনুপস্থিত ছিলেন এবং উভয় দিনেই অনুপস্থিতি খাতায় উল্লেখ রয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত রাজিব চন্দ্র সূত্রধর ডিউটিতে অনুপস্থিতির কারণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার বিরুদ্ধে অফিসিয়াল ষড়যন্ত্রের অংশ। অফিসের তাঁরাই এসব ফটোকপি বাহিরে দিয়ে নিজেদের অপকর্ম ঢাকতে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। 

তিনি আরও বলেন, সেবা তত্ত্বাবধায়ক ও এনএসজি রোজিনা এ দুজনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমি প্রতিবাদ করাতে তারা আমার বিরুদ্ধে এসব করাচ্ছে। আমি পাওনা ছুটির দাবি করছি। সব বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক তদন্ত দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আখি রানী বণিক বলেন, রাজিব গতকাল ও আজ (৯ ও ১০ মে) এখনো নিয়মিত ডিউটি করছেন। তবে বাস্তবতা তার বক্তব্যের সঙ্গে মেলেনি। কারণ ঐ দুইদিনও সে ডিউটিতে অনুপস্থিত ছিল। তার প্রমাণও রয়েছে ঐদিনের সংশ্লিষ্ট ওয়ার্ডের হাজিরা খাতায়। অথচ চোখ বুজে আখি রানী বণিক তার উপস্থিতি দাবি করেন। পরক্ষণেই তিনি বিষয়টি স্বীকার করেন।

অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক আখি রানী বণিকের কাছে পূনরায় জানতে চাইলে প্রথমে বলেন, রাজিব ছুটি নিয়ে অনুপস্থিত ছিল। এরপর বলেন এপেন্ডিসাইটিসের অপারেশনের পর ইনফেকশনের কারণে কিছুদিন অনুপস্থিত ছিল। এ বিষয়ে কোন প্রকার ছুটির আবেদন কিংবা চিকিৎসার কোন কাগজ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সত্য বলতে আমরা রাজিবকে দুইবার শোকজ করেছি কিন্তু কোন উত্তর দেয়নি। সর্বোপরি তিনি একেক সময় একেক ধরনের উত্তর দিতে থাকেন। সবশেষে তিনি বলেন, সব বলা যাবে না, সে পরিচালক স্যারের আত্নীয় (শ্যালক)।

আখি রানী বণিকের কাছে রাজিবের ছুটি কিংবা চিকিৎসা অথবা শোকজ করেছেন এর যে কোন একটি বিষয়ের সত্যতার পক্ষে কোন কাগজ দেখতে চাইলে তিনি হতবম্ব হয়ে বলেন, এটা অফিশিয়াল বিষয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দেখানো যাবে না।

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের কাছে উপরুক্ত বিষয়ে জানতে চাইলে প্রথমেই তিনি বলেন, রাজিব কোনো সময় ডিউটিতে অনুপস্থিত ছিল না। সে আজও অফিস করছে এবং ঠিকমতো অফিস করছে। কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে ফোন দিয়ে রাজিবকে সামনে আনতে পারেননি পরিচালক নিজেও। এরপর বলেন রাজিবের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিত দেন, তদন্ত করে দেখব। সবশেষে বলেন, রাজিব চন্দ্র সুত্রধর আমার কোন আত্নীয় নয়।

এ ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার হয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী রাজিব চন্দ্র সূত্রধরের অনুপস্থিত দিনগুলোতে বেতন উত্তোলনের তথ্য সংক্রান্ত একটি আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করার প্রস্তুতি চলছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝