Dhaka, Monday | 5 May 2025
         
English Edition
   
Epaper | Monday | 5 May 2025 | English
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা নিষিদ্ধের সুপারিশ
কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
শিরোনাম:

ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ০৫.০৫.২০২৫ ৫:৫৪ পিএম  (ভিজিটর : ৫)
 সংঘর্ষে নিহত কুদ্দুস মোল্লা

সংঘর্ষে নিহত কুদ্দুস মোল্লা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে দলাদলি ও আধিপত্য বিন্তার নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কুদ্দুস মোল্লা (৫০) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

রবিবার (৪ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত  সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মোল্লা মকরম পট্টি গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকার বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার বজলু মুন্সি দলের মিরাজ মেম্বার দবির মাতুব্বর দলে যোগদান করে। এ যোগদান উপলক্ষে দবির মাতুব্বর গ্রুপের লোকজন পিকনিকের আয়োজন করে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্সলাইট জ্বালিয়ে দুই পক্ষ ঢাল, সরকি, রামদা, টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের বলেন, রাত ৮টা থেকেই আহত রোগী আসতে থাকে। এত রোগীর চিকিৎসা দেওয়া কর্মরত চিকিৎসকদের হিমশিম খেতে হয়। এ সময় আহত ও নিহতদের পরিজনের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। আহতদের পাশাপাশি কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এক দল থেকে অন্য দলে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানান তিনি।

এফপি/রাজ
বিষয়:  সংঘর্ষ  
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝