Dhaka, Wednesday | 30 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 April 2025 | English
প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন
দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন ৫ হাজার ৫৩০ যাত্রী
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
শিরোনাম:

তিন সাংবাদিককে অব্যাহতির বিষয়ে যা জানা গেলো

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ২:১৯ পিএম  (ভিজিটর : ৪২)

বেসরকারি তিনটি টিভি চ্যানেলের তিন সাংবাদিককে অব্যাহতি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে বিতর্কিত প্রশ্ন করার পরদিন তাদের তিনজনের চাকরিচ্যুত করায় সামাজিক মাধ্যমে সমালোচনা করা হচ্ছে।

তিন সাংবাদিক হলেন– এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসার ও দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান (রহমান মিজান)।

ফজলে রাব্বিকে চাকরি থেকে বরখাস্ত সংক্রান্ত চিঠিতে এটিএন বাংলা জানিয়েছে, যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় মঙ্গলবার থেকে বরখাস্ত করা হয়েছে। দীপ্ত টিভির মিজানুর রহমানের বরখাস্ত সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘আপনাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।’

চ্যানেল আই জানিয়েছে, সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে।

এ ছাড়া মঙ্গলবার দুপুরে দীপ্ত টিভির এক স্ক্রলে বলা হয়– ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’

গতকাল রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক রুবায়েত হাসান গণমাধ্যমকে বলেন, আমাদের সমস্যাটা অভ্যন্তরীণ। প্রযুক্তিগত সমস্যার কারণে নিউজ বন্ধ রাখা হয়েছিল। পরে রাত ১১টা থেকে যথারীতি সংবাদ সম্প্রচার শুরু হয়।

এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান বলেন, কোনো রিপোর্টারকে বরখাস্ত করার বিষয়ে সরকার বা জুলাই রেভলুশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে আমাদের চাপ দেওয়া হয়নি।

তবে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা’ ঘোষণা দিয়েছিল জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স। সংগঠনের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, যেসব সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়েও দিব্যি কাজ করে যাচ্ছেন তাদের বিচারের আওতায় আনা উচিত।

এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, তাঁকে প্রশ্ন করায় চাকরি গেছে– এটি হাস্যকর কথা। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই।’

এ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝