জামালপুরের মাদারগঞ্জে উপজেলা বিএনপির সম্মেলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে কাজ করার প্রসঙ্গে প্রতিষ্ঠাকালীন বিএনপি নেতা কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ বেলাল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় বালিজুড়ী বাজারের আশা মার্কেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী বি.কম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহব্বত হোসেন, জোড়খালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলুল পাশা ছোটন, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা বদিউল আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা কাজল, যুবদল নেতা গোলাম মওলা জিএম, যুবদল নেতা আব্দুল হান্নান, যুবদল নেতা আবু সাইদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাউসার আহমেদ চৌধুরী ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে এমপি করতে ও আসন্ন উপজেলা বিএনপির সম্মেলনে দলের দুঃসময়ের নেতা মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলকে সভাপতি করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এফপি/রাজ