Dhaka, Wednesday | 30 April 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 April 2025 | English
প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে দীপু মনির আবেদন
দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন ৫ হাজার ৫৩০ যাত্রী
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
শিরোনাম:

দ্বিতীয় দিনে হজে যাচ্ছেন ৫ হাজার ৫৩০ যাত্রী

প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১:৫৮ পিএম  (ভিজিটর : ৩)

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে হজযাত্রীদের প্রেরণের দ্বিতীয় দিনে ১৩টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন ৫ হাজার ৫৩০ জন। বুধবার (৩০ এপ্রিল) ভোর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে প্রায় ১ হাজার ৩০০ জন হজযাত্রী ঢাকা ছেড়েছেন।

হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময় অনুযায়ী নির্বিঘ্নে চলছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন কার্যক্রম। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে। তবে এখনো ১৯ হাজার ৬৬৭ জন নিবন্ধিত হজযাত্রীর ভিসা জটিলতা কাটেনি। সৌদি আরবের পক্ষ থেকে কারিগরি ত্রুটি না সারায় তাদের ভিসা কার্যক্রম বিলম্বিত হচ্ছে।

প্রথম দিন ১০টি ফ্লাইটে সৌদি যান ৪ হাজার ১৮০ জন হজযাত্রী।

এবার হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে ‘কালার ট্যাগ’। এটি লাগেজ শনাক্তের একটি সহজ উপায় হিসেবে কাজ করছে। ফলে হাজিরা যেসব হোটেলে অবস্থান করবেন, লাগেজ সরাসরি সেখানে পৌঁছাচ্ছে। হজযাত্রীরা বলছেন, সার্বিক ব্যবস্থাপনায় এবার তারা সন্তুষ্ট।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝