Dhaka, Saturday | 26 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 April 2025 | English
বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতা করবে জামায়াত: তাহের
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

জব্বারের বলীখেলার ১১৬তম আসরে বাঘা শরীফ টানা চ্যাম্পিয়ন

প্রকাশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৭:১১ পিএম  (ভিজিটর : ২৮০)

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে রাশেদ বলীকে হারিয়ে টানা ২য় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের বাঘা শরীফ। গতবারের আসরেও তিনি রাশেদকে  হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

চট্টগ্রামে আজ শুক্রবার  (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে নগরীর লালদীঘি ময়দানে এ খেলা শুরু হয়।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের বলী খেলার ১১৬তম আসর ১২০ জন বলী অংশ নেন।

আজ শুক্রবার বাঘা শরীফের ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার খবরে হোমনা,বাঞ্ছারামপুর, তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে  আনন্দের বন্যা ও মিষ্টিমুখ করার খবর আসতে শুরু করেছে।

জানা গেছে, জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ এর আগে বিভিন্ন স্তরে বলী খেলে অন্ততঃ ১শ’টি পুরস্কার জয় করেছেন। যা, বলীখেলার ইতিহাসে বিরল। তিনি হোমনা উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন মাংস ব্যবসায়ী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলীখেলা। এরপর ২০১৯ সাল পর্যন্ত প্রতি ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতো জব্বারের বলীখেলা। এই খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝