দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের সবুজবাগ মোড়ে সংগঠনটির হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যে অভূতপূর্ব পর্যটন ও বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঝুঁকিপূর্ণ ও সংকীর্ণ ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক এই সম্ভাবনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন অসংখ্য যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করলেও রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করছে।
তিনি জানান, ২০১৮ সালের একনেক সভায় অনুমোদন পায় ‘ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ’ প্রকল্প। কিন্তু অনুমোদনের সাত বছর পরও প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি নেই। চার দফায় মেয়াদ বাড়ানোর পরও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। ফলে জনমনে প্রকল্প বাতিলের গুজব, উদ্বেগ এবং ক্ষোভ সবই বেড়েছে।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে- প্রকল্পের অর্থায়ন চূড়ান্ত করে দ্রুত নির্মাণ শুরু, স্থানীয় জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং অগ্রগতি নিয়মিতভাবে জনসমক্ষে তুলে ধরা।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত গণসংযোগ, ২ মে বাদজুমা মহাসড়কে মানববন্ধন, ৫ মে সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং দাবি পূরণ না হলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গণঅবস্থান কর্মসূচি।
এছাড়াও সংবাদ সম্মেলনে স্থানীয় জনগুরুত্বপূর্ণ আরও কয়েকটি দাবি তোলা হয়, যার মধ্যে রয়েছে- মির্জাগঞ্জ পর্যন্ত হাইওয়ে নির্মাণে টেন্ডার আহ্বান, লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস নামকরণ, সরকারি জুবলি উচ্চবিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আসনসংখ্যা বৃদ্ধি, পায়রা ও আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির তদন্ত, বাসস্ট্যান্ড আধুনিকীকরণ ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বাশার, পটুয়াখালী জজ কোর্টের এপিপি এডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি গাজী স্বপন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, কাজল বরণ দাস, সাবেক সেক্রেটারি মুফতী সালাউদ্দিন ও জাকারিয়া হৃদয় প্রমুখ।
সংগঠনটির দাবি, ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এফপি/রাজ