প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশ্যে রওনা হন। কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু বিমানবন্দরে তাকে বিদায় জানান।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রফেসর ইউনূস ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল, ২০২৫ (ইস্টার সোমবার) সকালে ভ্যাটিকান সিটির ডোমাস সান্টা মার্থা-তে ৮৮ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। । তার মরদেহ ২৩ এপ্রিল থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় সেন্ট পিটার্স স্কয়ারে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে। । পোপ ফ্রান্সিসের ইচ্ছানুযায়ী, তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে সরল ও বিনয়ী। তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরিবর্তে রোমের সান্তা মারিয়া ম্যাজিওরে ব্যাসিলিকায় সমাহিত হবেন, যা তার প্রিয় প্রার্থনার স্থান ছিল।
বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামসহ আরও অনেকে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী রবিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকা ফেরার কথা রয়েছে। সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এফপি/রাজ