কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, যার ফলে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা সংলগ্ন রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ ২০-৩০ জন সদস্য চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া চালায়, এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এই এলাকায় বিপুলসংখ্যক কোচিং সেন্টার রয়েছে, কিশোর গ্যাং চক্রের এমন অস্ত্রের মহড়া দেখে শিক্ষার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। রাত সাড়ে ৮টায় পর্যন্ত রতন গ্রুপের সদস্যদের আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং গ্রুপের প্রকাশ্যে অস্ত্র মহড়া, ধাওয়া পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সার্কিট হাউজ মোড়ে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজনের হাতে রামদা দেখা যায় এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের এমন তাণ্ডব জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অপরাধ দমন করা জরুরি।
এফপি/রাজ