সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামের শংকরীয়া বিলের পূর্ব পাড়ে বেড়িবাঁধের উপর থেকে এই লাশ উদ্ধার হয়। অজ্ঞাত পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অজ্ঞাত ব্যাক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ সহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফপি/রাজ