ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ হৃদরোগে ভুগছেন এই বর্ষীয়ান শিল্পী। বুধবার, ১৬ এপ্রিল দুপুরে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, “জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন”।
ইলিয়াস জাভেদ ১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এরপর উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস জাভেদের সুস্থতার জন্য তার স্ত্রী ডলি চৌধুরী ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এফপি/রাজ