Dhaka, Saturday | 26 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 April 2025 | English
বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতা করবে জামায়াত: তাহের
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ হাসপাতালে ভর্তি​

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১:০৯ পিএম  (ভিজিটর : ১১)

ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারসহ হৃদরোগে ভুগছেন এই বর্ষীয়ান শিল্পী। বুধবার, ১৬ এপ্রিল দুপুরে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জানান, “জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ। আজ হঠাৎ করে অবস্থার অবনতি হলে তাকে বাসার কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী সবার কাছে দোয়া চেয়েছেন”।​

ইলিয়াস জাভেদ ১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এরপর উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে ১৯৬৪ সালে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।​

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ইলিয়াস জাভেদের সুস্থতার জন্য তার স্ত্রী ডলি চৌধুরী ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝