সাভারে জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুসলিম উম্মার শান্তি ও স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের মুক্তি কামনায় কেক কেটে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আসাদুজ্জামান খাইরুলের আয়োজনে সাভার প্রেস ক্লাবের হলরুমে সকাল ১১ টায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুফতি নজরুল ইসলাম মিলাদ ও দোয়া মাহফিলটি পরিচালনা করেন।
এ সময় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে, সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানির সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি, সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।
আলোচনা সভায় অতিথিরা মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ভিন্নধর্মী এই আয়োজনের প্রশংসা ও মাই টিভি পরিবারের সফলতা কামনা করে বলেন, মাই টিভি জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা তুলে ধরায় মাই টিভি এখন গণমানুষের কাছে বেশ জনপ্রিয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আয়োজনকে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি উৎসর্গ করে আবারো জায়গা করে নিয়েছে সাধারণ মানুষের মনে।
এফপি/এমআই