পটুয়াখালী দশমিনা উপজেলায় দশমিনায় সর্বদলীয় মুসলমানদের অংশগ্রহণে ইসরাইলি পণ্য বর্জন ও ফিলিস্তিনি শিশু ও নারীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সোমাবার বিকালে নলখোলা বন্দর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মাঠে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের দশমিনা শাখার উপদেষ্টা মজিবুর রহমান আজবাহার প্যাদা, যুবদলের সদস্য সচিব শামীম খান, মডেল মসজিদের পেশ ইমাম রেজাউক করিম, হেফাজত ইসলাম দশমিনা শাখার সভপতি হফেজ ওবায়দুল্লাহ, যামায়েত ইসলাম দশমিনা শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমামা, পেশাজীবী সংগঠন, শিক্ষক, ও মুসল্লীগণ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলের সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনি একটি মুসলমান রাষ্ট্র, বাংলাদেশ সরকার প্রধানকে বলবো আপনি জাতীসংঘকে বাংলাদেশের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের বার্তা প্রেরণ করেন।
এফপি/রাজ