Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
মে মাসেই শেখ হাসিনার বিচার শুরু— আল জাজিরাকে ড. ইউনূস
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
শিরোনাম:

কমলনগরে ‘ভূমিদস্যু’র বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম  (ভিজিটর : ২১)

লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিদস্যু হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি, কবরের জমি, ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপকৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে চরলরেন্স বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভূক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, ভুক্তভোগী শুক্কুর আহমেদ, সাবেক ইউপি সদস্য আলী আকবর, মো.মহিন, আব্দুল আউয়াল, মো. লিটন ও আবু তাহের প্রমুখ। 

ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন, আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সেরাজ ও তার ছেলে আকাশ আমাদের ৪৪ শতাংশ জমি দখল করেছে। জমি ফেরত চাইলে মামলা-হামলার হুমকি দিয়ে আসছে।

হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, বাজারের কবরস্থান স্থানীয় মানুষের জমি। এখানে সেরাজের আধা শতাংশ জমিও নেই। কিন্তু তিনি অপকৌশলের মাধ্যমে নিজের নামে কবরস্থানের চর লরেন্স মৌজা ১০৬২০ দাগে ১১ মধ্য ৭ শতাংশ জমি রেকর্ড করে নিয়েছে। এখন কবরস্থান দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে। মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে সেরাজ ৫১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। সে আমার চাচার কাছে ২৮ শতাংশ জমি বিক্রি করেছে, কিন্তু রেজিষ্ট্রি দিয়েছে মাত্র ৬ শতাংশ জমি। পানি উন্নয়ন বোর্ডের জমি ১০৫৯৯ দাগে খাল দখল করে ২৬ এর মধ্য ১৩ শতাংশে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে। সেরাজ নিজেকে মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এসব অপকর্ম করছেন। তার মুক্তিযোদ্ধের সনদ নিয়ে ধোয়াশা রয়েছে। জমি দখলে সরকারকে কোন ট্যাক্স দিচ্ছে না। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

সিরাজুল ইসলাম সেরাজের আপন ভাই মাষ্টার আবু তাহের বলেন, সেরাজ মানুষের জমি, কবরস্থান, খাল সহ আমাদের পারিবারিক জমি জোরপূর্বক রের্কড করে দখল করেন। 

উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত নুর মিয়ার পুত্র সিরাজুল ইসলাম সেরাজ ও আফনানুল ইসলাম আকাশ সিরাজুল ইসলাম সেরাজের পুত্র। পারিবারিকভাবে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আফনানুল ইসলাম আকাশ উপজেলা আ’লীগের সদস্যের দায়িত্বে রয়েছেন।

সিরাজুল ইসলাম সেরাজ এবং তার ছেলে আফনানুল ইসলাম আকাশ বলেন, আমার এবং ছেলের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.নাহিদ উজ জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝