Dhaka, Friday | 28 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 28 March 2025 | English
ঈদের ছুটিতেও অ্যালার্ট থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শপথ নিলেন দুই বিচারপতি
শিরোনাম:

ময়মন‌সিংহে বৈজ্ঞা‌নিক সে‌মিনার দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৪:৩৮ পিএম  (ভিজিটর : ১৯৪)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস এর উ‌দ্যো‌গে রেনেটা লিমিটেড এর সৌজন্যে ফ্রি অপা‌রে‌টিভ ফা‌ষ্টিং (Pre Operative fasting) বৈজ্ঞা‌নিক সে‌মিনার এবং দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

সোমবার বি‌কে‌লে ময়মনসিংহ মে‌ডিক‌্যাল ক‌লে‌জের শহীদ জিয়াউর রহমান অ‌ডিট‌রিয়ামে এ বৈজ্ঞা‌নিক সে‌মিনার এবং দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

বৈজ্ঞা‌নিক সে‌মিনার উপস্থাপনা ক‌রেন ডা: মারুফা রেহনুমা আজাদ এবং Panel of Expart ছিলেন ডা: মো:  হেফজুল বারী, ডা: এটিএম হামিদুল হক, ডা: মাহবুবুর রহমান ও ডা: রায়হান আরিফ।

সে‌মিনা‌রে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প‌রিচালক ব্রিগেডিয়ার জেনারেল ‌মো. গোলাম ফের‌দৌস।

সে‌মিনা‌রে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিষ্টস ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস এর ময়মন‌সিংহ শাখার আহব‌ায়ক ডা: মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপ‌তি‌ত্বে বিশেষ অতিথি হিসে‌বে বক্তব‌্য রা‌খেন বাংলাদেশে সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক কৃষিবিদ প্রফেসর ড. মো. শাহজাহান, বিএমএর সাবেক সভাপতি  অধ্যাপক ডা: সাইয়েদুর রহমান, এনডিএফ এর কেন্দ্রিয় সহ সভাপতি অধ্যাপক ডা: মো শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সিবিএমসি'বি উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মোরশেদ আলম, জিয়া পরিষদ বাকৃবি শাখার সভাপতি প্রফেসর ড. মো আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, ময়মনসিংহ মহিলা কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম মল্লিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডা: প্রদীপ কুমার সাহা।

এছাড়াও বক্তব্য রাখেন বিপিএমপিএ সভাপতি ডা: পারভেজ শামস, ডায়াবেটিক সমিতির চীফ মেডিক্যাল অফিসার ডা: কামাল উদ্দিন আহমেদ, মচিমহা উপ পরিচালক ডা: মো: জাকিউল ইসলাম, সিবিএমসিএইচ উপ পরিচালক ডা. মো. খায়রুল ইসলাম সিজার, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ, সিবিএমসি'র বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বিএসএ'র সাবেক সভাপতি ত্রিদিপ কান্তি বিশ্বাস প্রমুখ।

অন্যান্যদের মাঝে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম, বিপিএমপিএ সাধারণ সম্পাদক ডা: ঈশা খান রাজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা: মোহাম্মদ আসাদুজ্জামান, ডা: শেখ আলী রেজা সিদ্দিকী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছি‌লেন অধ্যক্ষ শেখ মোহাম্মদ ইউসুফ লিটন, জনাব এস কে আলম, ইঞ্জিনিয়ার আমীর হামজা তালুকদার, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো:  শামসুদ্দোহা মাসুম, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল আউয়াল, রেনেটা লিমিটেড এর আরএসএম মো: শাহজাহান কবীর।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধান সহ সিনিয়র শিক্ষকগণ এবং চিকিৎসক নেতৃবৃন্দ সহ সকল স্তরের এনেসথেসিওলজিস্টগণ এ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা: মোহাম্মদ ইছহাক এবং ডা: আব্দুল্লাহ আল কায়সার (আরমান)।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝