বগুড়ার সারিয়াকান্দিতে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বগুড়া জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির মাও: আব্দুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি মাও: আব্দুল ওয়াহাব, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আমির মাও: ইকবাল হোসেন, সেক্রেটারি মাও: এনামুল হক, সহ-সেক্রেটারি মাও: জহুরুল ইসলাম, সাদিকুল ইসলাম স্বপন, ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোর্শেদ, প্রভাষক আ হ ম আব্দুর রউফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি আহসান হাবীব বিপ্লব, আবুল কালাম আজাদ প্রমুখ।
এফপি/এমআই