সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী কাহারোল মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে ৬হাজার ৩১৮ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আপেল মাহমুদ, ইউপি সদস্য যথাক্রমে আলহাজ মো. আক্তার উদ্দীন সরকার, মো. মিজানুর রহমান, মো. মোজাফফর হোসেন, মো. আইয়ুব আলী, সুমন দাস, মো. সাইফুদ্দিন আহমেদ, মোছা. জাহানারা বেগম প্রমূখ।
দেখা গেছে, কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত তারা চাল উত্তোলন করে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। তবে কোনো ধরনের সমস্যা ছাড়ায় সুষ্ঠভাবে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।
এফপি/এমআই