Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

গাকৃবিতে নিরাপদ ও দক্ষ ড্রাইভিং বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩:০৪ পিএম  (ভিজিটর : ৩০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে নিরাপদ যাত্রা নিশ্চিতকল্পে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “নিরাপদ ও দক্ষ ড্রাইভিং: বিশ্ববিদ্যালয় চালকদের দক্ষতা বৃদ্ধি” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রশিক্ষণটি বুধবার) সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন গাকৃবির চালক, হেল্পার, ফিল্ড স্টাফসহ ৩৮ জন কর্মচারী। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুরের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. আব্দুল্লাহ আল মামুন, যান্ত্রিক ও উৎপাদন প্রকৌশল বিভাগের ফারহান ফয়সাল, গাকৃবির যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল এবং গাকৃবির মেডিকেল অফিসার আবদুল্লাহ্ আল মেহেদী হাসান।

প্রশিক্ষণে স্পিকারগণ তাঁদের স্ব-স্ব অংশে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও প্রতিরোধমূলক ড্রাইভিং কৌশল, যানবাহন রক্ষণাবেক্ষণ ও জ্বালানী দক্ষতা, বিশ্ববিদ্যালয়ের চালকদের জন্য পেশাদারিত্ব ও নৈতিকতা এবং প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ে চিত্রসহ বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও প্রশিক্ষণ আলোচনায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ এর একাদশ অধ্যায়ের অপরাধ, বিচার ও দন্ড বিষয়ে আলোকপাত করা হয়। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের শেষ পর্যায়ে প্রশিক্ষণের প্রধান অতিথি গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝