Dhaka, Tuesday | 29 April 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 29 April 2025 | English
‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুল আলম
নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা
রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার সম্ভব নয়: সিইসি
বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
শিরোনাম:

গণতন্ত্রে বিশ্বাস করি বলেই বিগত সতের বছর আন্দোলন-সংগ্রাম করেছি: ড. মঈন খান

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ১৪৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দিতে হবে।

রোববার (৯ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর-২ পলাশ নির্বাচনী আসনের পাঁচদোনার খোদেজা কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, অন্যায় অত্যাচার চিরদিন টিকে থাকতে পারে না। আমাদের উপরে একজন আছেন, তিনি এইগুলো দেখছেন। আমরা চেষ্টা করে অনেক সময় সফল হই, আবার অনেক সময় সফল হতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আমাদের সহায় হন। দেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপর মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। রমজানের যে বড় শিক্ষা, ধৈর্য ও আত্মত্যাগ এ দুটি থেকে যেন আমরা দূরে সরে না যাই। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, তাদের ভালোবাসার জন্য। রাজনীতি কোন পেশা নয়, রাজনীতি কোন ব্যবসা নয় এই কথা গুলো আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে ধনদৌলত ও সম্পদ আহরণ করবে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। তাহলে কিন্তু তাদের পরিনতি আওয়ামী লীগের মতোই হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির) প্রমুখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝