জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৯২ মিনিটে জামালপুরের হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আবির হাসান। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর।
মাঠে ছিল সব বয়সী দর্শকের ভীড়। আগামী ২৫ জানুয়ারী একই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এফপি/জেএস