গাজীপুরের টঙ্গীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারী) বিকেলে নগরীর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতে সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা সফিকুর রহমান হিমেল, রাশেদুল ইসলাম বাবু , যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ বিভিন্ন ওয়ার্ড, থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জীবদ্দশায় তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বামী সন্তান হাড়িয়েও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে গেছেন। বর্তমানে বিএনপি তার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া চান তিনি। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এফপি/জেএস