সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ টেলিভিশন ও ডিজিটাল প্রোগ্রাম প্রোডিউসার এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক সাজু মুনতাসীর পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্যে সাক্ষাৎ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাবে মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য খালিদ আবু, সদস্য ওয়াহিদ হাসান বাবু, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাইদ খান, নাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাইমিনুল কবির সিফার, সহ-সভাপতি অনুপ শিকদার। পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক প্রমুখ। এ সময় পিরোজপুর প্রেসক্লাব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা পিরোজপুরের সাংস্কৃতিক অঙ্গনে কথা তুলে ধরে সাজু মুনতাসীর কে এ অঙ্গনের বিকাশ ও স্থানীয় যাদের আগ্রহ আছে তাদের ঢাকায় সুযোগ করে দেওয়া ও এ অঙ্গনের বিকাশে তার ইতিবাচক ভুমিকা প্রত্যাশা করেন।
এ বিষয় সাজু মুনতাসীর উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা জেলায় অভিনয়, নাচ গানসহ অন্যান্য বিষয়ে ও টেলিভিশনে নিউজ প্রেজেন্টার হতে আগ্রহ বা সুযোগ খুজছে তাদেরকে যোগাযোগ করতে অনুরোধ করনে। এছাড়া জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন বলে জানান তিনি।
এফপি/জেএস