গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস।
আজকের ম্যাচে দলের পেসার তারকা মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখেছে রংপুর। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে কাইল মায়ার্স আছেন একাদশের বাইরে। এছাড়া, রাকিবুল হাসানের পরিবর্তে রংপুরের হয়ে খেলছেন আলিস আল ইসলাম।
রংপুরের প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই। তবে শীর্ষ দুইয়ে থাকতে হলে রংপুরকে বড় ব্যাবধানে জয়ের পাশাপাশি দিনের অপর ম্যাচে ঢাকার কাছে হারতে হবে চট্টগ্রামকে। তবেই সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ তৈরি হবে রংপুরের।
চলতি আসরে শুরুর দিকে শীর্ষ থাকা রংপুর বর্তমানে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
অন্যদিকে সমান ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে চট্টগ্রাম।
শীর্ষ দুইয়ে থাকলে প্লে-অফে থাকা দল দুটি অতিরিক্ত সুবিধা পায়। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারলেও ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকে।
এফপি/অ