মাগুরা জেলায় অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগীর উপস্থিতিতে পাঁচ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় আয়োজন করেছে ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প সচিব ওবায়দুর রহমান এর উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিভিন্ন বয়সী প্রতিযোগীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঘ মাসের শীত উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিযোগিতা শেষে মাননীয় শিল্প সচিব প্রথম ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার এছাড়াও ২০০ জনকে মেডেল পরিয়ে দেন।
ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই মাগুরার বুকে নানান ধরনের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অতীতে করোনা কালীন সময় থেকে শুরু করে এই ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করে।
মাগুরার শালিখা উপজেলার হাসিবুল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, মাগুরা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজসেবার সরকারি পরিচালক জাহিদুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মোরসালিন আলী শুভ, সঞ্চালনা করেন অ্যাডভোকেট একরামুল কবির রোমেল।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মাননীয় শিল্প সচিব সকলের উদ্দেশ্যে বলেন, ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অনেক ভালো ভালো কাজ করছে মাগুরার যেটি প্রশংসনীয়। আজকের এই প্রতিযোগিতার একটি মেডেলের গুরুত্ব আসলেই অনেক। সমাজে এই ধরনের সচেতনামূলক কাজ এবং মাদকবিরোধী স্লোগান নিয়ে যে উদ্যোক্তা গ্রহণ করা আছে সত্যি প্রশংসনীয়।
ত্রিমাত্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মুরসালিন আলী শুভ আগত সকল প্রতিযোগীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের বড় বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে সে বিষয়ে কথা বলেন। ত্রিমাত্রিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামনের দিনে আরো বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান।
এফপি/জেএস