Dhaka, Sunday | 18 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 18 January 2026 | English
লুট হওয়া অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না, নিশ্চিত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ম ও সর্বোচ্চ বেতন কত?
ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
শিরোনাম:

মালান-হৃদয়ের ফিফটিতে ঢাকাকে ১৮২ রানের লক্ষ্য দিল রংপুর

প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম  (ভিজিটর : ১১)

ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। আজ শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।

টস জিতে ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আলী রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের পুরো সুযোগ কাজে লাগায় রংপুরের ওপেনিং জুটি। ডেভিড মালান ও তাওহীদ হৃদয় উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

ইনিংসের সর্বোচ্চ ৭৮ রান করেন মালান। ৪৯ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। ১৫তম ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে হৃদয় খেলেন ৬২ রানের ঝকঝকে ইনিংস। ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কা মারার পর ১৮তম ওভারে মারুফ মৃধার বলে ক্যাচ তুলে দেন তিনি। তখন দলের রান দাঁড়ায় ১৫৯।

দুজনের বিদায়ের পর শেষ দিকে কাইল মেয়ার্স কিছুটা ঝড় তোলেন। ১৬ বলে ২ ছক্কা ও ১ চারে ২৪ রান করেন তিনি। খুশদিল শাহ ৭ বলে অপরাজিত থাকেন ৬ রানে। বাকিরা বড় অবদান রাখতে না পারলেও নির্ধারিত ওভার শেষে সম্মানজনক সংগ্রহ পায় রংপুর।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ৩৩ রান খরচায় নেন ২ উইকেট। মারুফ মৃধা ৪১ রান দিয়ে পান ১ উইকেট। তবে নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়েন তাসকিন আহমেদ, ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ১ উইকেট।

পয়েন্ট টেবিলের হিসেবে ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা ঢাকার জন্য এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে থাকা রংপুর রাইডার্স এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে প্লে-অফ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝