বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, পাওয়ার গ্রিড শাখা কর্তৃক আয়োজিত সোমবার (৫ জানুয়ারি) আইইবি সেমিনার কক্ষে অনুষ্ঠিত “Revolutionizing Frequency Insights: LDC's Frequency Analyzer for Smarter Operations” And “Protection & Automation Lab - From Simulation to Solution: Advancing Grid Protection & Fault Analysis with Excellence”.
শীর্ষক সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে ফারজানা মমতাজ, সচিব, বিদ্যুৎ বিভাগ; বিশেষ অতিথি হিসেবে ড. এম. রেজওয়ান খান, চেয়ারম্যান, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি; প্রকৌ. মো: রেজাউল করিম, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড; প্রকৌ. খান মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট, আইইবি; প্রকৌ. মো: শাহেদুল আজিম সজল পিএমপি, মহাসচিব, বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি; ড. আব্দুল হাসিব চৌধুরী, প্রো ভিসি, বুয়েট; উপস্থিত ছিলেন।
সেমিনারে বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতি, পাওয়ার গ্রিড ইউনিট এর চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন; সম্পাদক, মোঃ সোহেল রানা; সাংগঠনিক সম্পাদক মো: হযরত আলী সহ বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ খান, ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি । বক্তারা ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য গ্রিড অটোমেশন ও আধুনিক প্রযুক্তির সাথে বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পেশাগত উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের প্রকৌশলীদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে পারলে বৈদেশিক প্রকৌশলীদের উপর নির্ভরশীলতা হ্রাস করা সম্ভব বলে মত প্রকাশ করেন ।
এছাড়াও, উক্ত সেমিনারে পিডিবি, পাওয়ার গ্রিড, ডিপিডিসি সহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
এফপি/অ