| শিরোনাম: |

বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর) বিদ্যুৎ বিতরণ বিভাগ কক্সবাজারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার আগে দুপুর ২ঃ৪৫ টায় লাবনী বীচে "Rally for Green Environment and Clean Ocean" শিরোনামে প্রকৌশলীদের অঙ্গীকার সবুজ শক্তি ও সমৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পরিচ্ছন্ন সমুদ্র ও টেকসই বাংলাদেশ শীর্ষক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে সকল প্রকৌশলীবৃন্দ সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
প্রকৌশলীবৃন্দ বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন, সমুদ্র সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিতকরণ সহ সুস্থভাবে বেঁচে থাকার নিমিত্তে সাধারণ জনগণকে আহ্বান জানান।
বিকেল ৪ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ রেজাউল করিম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌঃ মোঃ শাহজাহান সিরাজ। বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির মহাসচিব প্রকৌঃ মোঃ শাহেদুল আজিম সজল, PMP সভায় স্বাগত বক্তব্য দেন । প্রকৌ: মো: জহুরুল ইসলাম, সদস্য উৎপাদন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং মো: আমিনুল হক, সদস্য, প্রশাসন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়নের মূল চালিকা শক্তি। বিদ্যুৎ ও পানি সেক্টরে প্রকৌশলীদের নেতৃত্ব ও অবদান দেশের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড কে ক্যাডার অন্তর্ভুক্ত করা অপরিহার্য বলে মনে করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, “প্রকৌশলীবৃন্দ পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের এই ক্রান্তিলগ্নে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অসাধারণ ভূমিকা পালন করছে।”
অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তির বিকাশ দেশের সমৃদ্ধি নিশ্চিত করার সংকল্প নিয়ে প্রকৌশলীরা একতাবদ্ধ হয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও সফলতার সাথে করে যাবে।
সভায় বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও শাখা কমিটির নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চলের পানি ও বিদ্যুৎ খাতের প্রকৌশলীবৃদ উপস্থিত ছিলেন।
এফপি/অ