বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা, ১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার মাঈনুর ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেস ক্লাবের সদস্য আব্দুর রশিদ ও মো. ইউনুসসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বক্তারা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান সংক্রান্ত বিভিন্ন মামলার অগ্রগতি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এ সময় ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, চোরাচালান ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ক্ষেত্রে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন, পোস্টাল ব্যালেট আবেদন ও ভোট প্রদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সুষ্ঠু আইনশৃঙ্খলা ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
এফপি/জেএস