আগামী (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতা তারেক রহমান দেশে আসবেন। প্রিয় নেতাকে বরণ করতে খুলনা থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা বিএনপি।
সোমবার (২২ ডিসেম্বর) থেকে নেতা-কর্মীরা পর্যাক্রমে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। প্রস্তুতির অংশ হিসেবে কেউ বাসে কেউবা ট্রেনে করে ঢাকায় যাবে। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে এসে এমন তথ্যটি জানালেন খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ও খুলনা মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা দিবেন। জাতীয়তাবাদী দল বিএনপি তার এ আগমনকে নিয়ে সংবর্ধনার আয়োজন করেছে। লাখো মানুষের উপস্থিতিতে সংবর্ধনায় যোগ দিবেন প্রিয়নেতা তারেক রহমান। নেতাকর্মীরা উদ্বেলিত যে তারেক রহমান দেশে আসবেন। সারাদেশের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। খুলনা থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যার যাওয়ার সমর্থ আছে সে যাবে এবং যার নেই তাদেরও নেওয়া ব্যবস্থা করা হবে। ট্রেন ও বাসে করে আমরা ঢাকায় যাওয়ার কথা চিন্তা করছি। যার যার গাড়ি আছে সব নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ওইদিন সকালে আমরা রাজধানীতে পৌছাবো।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান সময়ে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আমরা অবস্থান রাজধানীর ৩০০ ফিটে যেখান থেকে সংবর্ধনা দেওয়া হবে। মুল দল অঙ্গ সংগঠন, কর্মী সমর্থক ওয়ার্ড থানা ও মহানগর পর্যায়ে সকলে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ উপলক্ষে আমরা আলোচনা করেছি। আমরা মনে করি তার এ যাত্রাটা এমন এক সময় আগমন যে সময় আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং আগামী ফেব্রুয়ারীর নির্বাচনকে ঘিরে মানুষের যে আনন্দ উচ্ছাস এবং বিএনপিকে গ্রহণ করার বিরল ঘটনা বাংলাদেশে হয়ে থাকবে।
মঞ্জু বলেন, গত শতাব্দীর মধ্যে এটি হবে একটি বড় ধরণের সংবর্ধনা যেটি আগামীর বাংলাদেশ বিনির্মানে নতুন যাত্রা শুরু করবে। ট্রেনের জন্য ঢাকায় যোগাযোগ করছি। বাস যাবে। প্রত্যেকটি ওয়ার্ড থেকে বাস যাবে। আমাদের এ যাত্রায় প্রচুর লোক যাবে। যাদের আমরা নিতে পারবনা তারাও আগ্রহ প্রকাশ করেছে। এমন একটা দাওয়াত যেখানে লাখো মানুষের উপস্থিতি থাকবে। আগামীকাল সোমবার থেকে মানুষ ঢাকায় যাওয়া শুরু করবে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আমরা ২৪ তারিখে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো। খুলনা থেকে ১০-১৫ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবে।
এফপি/জেএস