Dhaka, Monday | 15 December 2025
         
English Edition
   
Epaper | Monday | 15 December 2025 | English
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
শিশু সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর
শিরোনাম:

ওসমানীনগরে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ১৪.১২.২০২৫ ৬:০১ পিএম  (ভিজিটর : ৪৮)

সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর চাতলপাড় গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।

নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক। তাঁর পিতা আশরফ আলী, মাতা আনোয়ারা বেগম। তিনি রাইকধারা (গাংপাড়) এলাকার বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত শিপন আহমদ শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন।

পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান বা ছিনতাইকারী চক্র সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (নি.) নাইমুল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝