শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী থানায় ভবনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, আল হেলাল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যান তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক এম. উজ্জ্বল, সদস্য মিজান শেখ, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, হারুন অর রশিদ, দৌলত হোসেন, মনোয়ার হোসেন, পুলক রায়, মনজুরুল হক, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, তাওহিদুজ্জামান রোমান ও ওসমান ফারুক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
নবাগত ওসি আশরাফুজ্জামান নালিতাবাড়ীকে একটি নিরাপদ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এফপি/জেএস