‘সব বাধা দূর করি, এইডসমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও অফিস চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট সারভিলেন্স মেডিকেল অফিসার এ এ আবুল খায়ের মিরাজ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উম্মে ফয়জুন নাহার সুবর্ণা ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক দুলাল চন্দ্র গাইনসহ প্রমুখ।
বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা, নিরাপদ আচরণ, নিয়মিত পরীক্ষা এবং ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও সামাজিক সহযোগিতার মাধ্যমেই এইডস প্রতিরোধ সম্ভব।
এফপি/এমআই