জামালপুরের মেলান্দহে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) উপজেলা নিবার্হী অফিসার এস.এম. আলমগীরের উপস্থিতিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
বিদ্যালয় গুলোর মধ্যে উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেলান্দহ মডেল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরের মধ্যে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উমির উদ্দিন পাইলট স্কুলসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার, সহকারি শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, এটিও ছানোয়ার হোসেন, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম, অভিভাবকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এফপি/এমআই