যশোরের কেশবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চিংড়া ফাঁড়ি পুলিশ। গত সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজার এলাক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড়কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যায় সাগরদাঁড়ি বাজারে অভিযান চালিয়ে পাশ্ববর্তী পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩২) ও কেশবপুর উপজেলার বগা গ্রামের জোয়ার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ১৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। তারা এলাকায় বেশ কিছুদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এফপি/রাজ