খুলনায় পূর্ব শত্রুতার জেরে স্ত্রীর সামনে সালাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে ঘটনাটি ঘটে। মৃত ওই যুবক ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে।
আলাউদ্দিন মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার বলেন, নিহত ব্যক্তি করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া। সন্ধ্যা ৭ টার দিকে আলাউদ্দিন এবং তার স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিল। এ সময় ৬/৭ জন দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সাথে কথা বলতে থাকে।
কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। দু'টি গুলি তার বুকে এবং পেটে বিদ্ধ হয়। এর পর ওই দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে সুরাতহাল করা হবে। ঘটনাস্থল থেকে ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত যুবক মাদক কারবারির সাথে জড়িত ছিল। দীর্ঘদিন মাদক মামলায় কারাবাস ছিলেন। গত ১০ দিন আগে কারাগার থেকে বের হন। তিনি কারাগার থেকে বের হওয়ার পর দিন মজুরের কাজ করতেন। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
এফপি/অ