মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রাইদা পরিবহণের দুটি ও রাজধানী পরিবহণের একটি বাস পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর তিনটি পৃথক স্থানে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহণের একটি বাসে, রায়েরবাগে রাজধানী পরিবহণের একটি বাসে এবং উত্তরা খালপাড়ে রাইদা পরিবহণের আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পৃথক তিনটি আগুনের খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, রাত ১টার দিকে রায়েরবাগে, ২টার দিকে যাত্রাবাড়ী এবং সবশেষ ভোর ৪টায় সোনারগাঁও জনপদের খালপাড় এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পোড়া তিনটি বাসই সড়কের পাশে পার্কিং করা ছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে স্থানীয়রা জানান, রাত ১টার দিকে তারা লক্ষ করেন দাঁড়িয়ে থাকা রাইদা পরিবহণের বাসে আগুন জ্বলছে। তাৎক্ষণিক তারা বাসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ৯৯৯-এ কল দিয়ে বাসে আগুনের খবর জানান।
তারা জানান, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাসের আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের ভেতরে সব পুড়ে যায়।
এফপি/অ