| শিরোনাম: |

মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মানিক দর্জি ঢাকায় গ্রেফতার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির পুত্র এবং মরহুমা আনোয়ারা বেগমের সন্তান।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠজন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক দর্জি ঢাকায় ডিবি পুলিশ কতৃক আটকের খবরে মতলব উত্তর মিষ্টি বিতরণ করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা জানান, চাঁদপুর ২ আসনের সাবেক এমপি মায়া চৌধুরীর অন্যতম সহযোগী ছিলো মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক দর্জি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ।
এফপি/অ