Dhaka, Tuesday | 28 October 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 28 October 2025 | English
খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক
৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
শুকিয়ে যাওয়া তিস্তার বুকে লাখো মানুষের হাহাকার
কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর
শিরোনাম:

৪৮ তম বিশেষ বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:০৫ এএম  (ভিজিটর : ৬)

দেশের চিকিৎসক সংকট মোকাবেলায় ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবি জানিয়েছে নিয়োগ প্রত্যাশী চিকিৎসকরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে ওই দাবি জানান তারা।


মানববন্ধনে নিয়োগ প্রত্যাশীদের পক্ষে বক্তৃতা করেন ডা. তুষার, ডা. হামিদুল ইসলাম, ডা. গোলাম ছামদানী, ডা. সালমান ইসলাম রাফি প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ১২,৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। ফলশ্রুতিতে সাধারণ জনগণ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছেন না। সমাজের বিত্তশালীরা বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিতে পারেন এবং ক্ষেত্র বিশেষে বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নিতে সক্ষম হন। তবে তৃণমূলের অধিকাংশ জনগোষ্ঠীর একমাত্র অবলম্বন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো। প্রায় ১২,৯৮০টি চিকিৎসক পদ ফাঁকা রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত দুরূহ। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। চিকিৎসক ও নার্স নিয়োগ তার মধ্যে অন্যতম।


তারা আরো বলেন, ৪৮তম (বিশেষ) বিসিএস-এর মাধ্যমে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগ চলমান রয়েছে, যা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সফলতা। ইতোমধ্যে এ সমস্যা নিরসনের উদ্দেশ্যে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ৪৮তম (বিশেষ) বিসিএস-এর মাধ্যমে ৩২০০ জনকে সহকারী সার্জন পদে সুপারিশ করেছেন। তবে ৪৪তম, ৪৫তম,৪৬তম,৪৭তম বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ওই বিসিএসগুলোর নিয়োগের বিভিন্ন পর্যায়ে অপেক্ষমান চিকিৎসক ৪৮তম সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া ৪৫তম,৪৬তম,৪৭তম বিসিএস (জেনারেল) এ মোট পদসংখ্যার বিপরীতে কম সংখ্যক প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৪৪তম-৪৮তম বিসিএসগুলোর নিয়োগ সম্পন্ন হওয়ার পূর্বে ৪৮তম থেকে নিয়োগ প্রদান করা হলে প্রায় ১৫০০ রিপিট প্রার্থী থাকবে। রিপিট প্রার্থীরা সিনিয়রিটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার কারণে ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএসে যোগদান করবে।


অর্থাৎ, ৪৮তম বিশেষ বিসিএসের সহকারী সার্জন পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং চিকিৎসক সংকট নিরসন হবে না; যা রাষ্ট্রের সময়, অর্থ ও শ্রমের অপূরণীয় ক্ষতি। একই সাথে বিশেষ বিসিএস নেওয়ার মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে সরকারি স্বাস্থ্যসেবা জোরদারের উদ্দেশ্যও ব্যর্থ হবে।


এছাড়াও, স্বাস্থ্য উপদেষ্টার দেওয়া তথ্যমতে, আরও ৩,০০০ শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ৪৮তম (বিশেষ) বিসিএস-এর বিজ্ঞপ্তির বিশেষ নির্দেশনায় বলা আছে নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞাপিত শূন্যপদের সংখ্যা পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর স্যারের তথ্য মতে, মেডিকেলের শিক্ষক ঘাটতি সমস্যার সমাধানে সুপারনিউমারারিতে ৭০০০ পদ সৃষ্টি করা হয়েছে যার মধ্যে প্রায় ২০০০ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই পদোন্নতি দেয়া হবে বলে জানিযেছেন। এক্ষেত্রেও নতুন করে শূন্য পদের সৃষ্টি হচ্ছে। যেহেতু ৪৮তম বিশেষ বিসিএস-এর নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত গেজেট হবার আগেই ৩,০০০ শূন্যপদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে, সেহেতু অবিলম্বে ৪৮তম বিশেষ বিসিএস-এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে শূন্যপদে নিয়োগের সুপারিশ করার দাবি জানান তারা।‌


দাবী আদায় না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লংমার্চসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।


এফপি/

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝