বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগষ্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যাকান্ডের পলাতক আসামি মো. কামরুল ইসলাম (৪৩) কে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে ধরতে অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, এসআই শফিকুল ইসলাম খান, এসআই রবিউল আউয়ালসহ সংগীয় ফোর্স।
কামরুল ইসলাম আফিকুল ইসলাম সাদ হত্যাকান্ডের ঘটনায় ধামরাই থানায় রুজুকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তিনি ঢাকার ধামরাই থানার ছোট চন্দ্রাইল গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম জানান, কামরুল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ধামরাই থানা যুবলীগের একজন নেতা এবং সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠজন। সে আরিফুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি। বিষয়টি ধামরাই থানাকে অবহিত করা হয়েছে। ধামরাই থানার অফিসার ফোর্স পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/এমআই