বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি উল্লেখ করে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন বলেছেন, আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেসব শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরা উচিৎ। পড়ালেখা বাদ দিয়ে অন্য কোনও কাজে নিজেকে সম্পৃক্ত করা ঠিক হবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন, সমন্বয়ক হাফিজ মাহমুদ মাহিনসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বন কর্মকতারা, সুশীলসমাজের প্রতিনিধি, শিক্ষক-ছাত্র প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃদ্ধ।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে সকল অস্ত্র সিজ করা হয়েছে তা এখনও ফেরত আসেনি। বিষয়টি নিয়ে এসপি সাহেবের সঙ্গে কথা বলব। পুলিশ যাতে নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। এ সময় পুলিশের ভয় কাটানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
এফপি/এমআই