| শিরোনাম: |

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মংজয়পাড়া বিওপি এলাকার জিয়ানি খাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪২ হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন একটি ব্যাগে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি।
অভিযানটি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে কাজ করছে। পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে বিজিবি'র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বদা বদ্ধপরিকর।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও বিভিন্ন চোরাচালান দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব সফল অভিযানে সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
এফপি/অআ
মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
রাঙামাটিতে সেনাবাহিনীর শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী বিতরণ
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু
নির্বাচন-গণভোটের প্রস্তুতি নিয়ে যমুনায় বৈঠক
দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার দেখে একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর স্বপ্ন দেখছে
ইউসিটিসি সিন্ডিকেট সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত
ধর্মপাশায় মানসিক নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা ,স্বামী গ্রেফতার
মাদারগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
পাইকগাছা নবাগত ইউএনও'র সাথে আইনজীবী সমিতির সৌজন্যে সাক্ষাৎ
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ